মালদা

গতির নেশায় গণপ্রহারের শিকার হল ৪ যুবক

গতির নেশায় গণপ্রহারের শিকার হল ৪ যুবক।  ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ন'টা নাগাদ মালদা শহরের প্রাণকেন্দ্র,  রবীন্দ্র এভিনিউ  এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজমহল মোড়ের ট্র‍্যাফিক সিগন্যাল ভেঙে একটি চারচাকার ছোটো গাড়ি দ্রুতগতিতে ফোয়ারা মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়িটি। সৌভাগ্যক্রমে সাইকেল আরোহীর আঘাত ততটা গুরুতর নয়। দুর্ঘটনার পর গাড়িটি আরও গতি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজিত স্থানীয় মানুষজন তাড়া করে গাড়িটিকে ধরে ফেলেন। গাড়িতে থাকা ৪ যুবককে বের করে শুরু হয় গণপ্রহার। ভাঙচুর করা হয় গাড়িটিতেও। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ৪ যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তেজিত জনতার হাতে গণপ্রহারে আক্রান্ত চার যুবকদের প্রত্যেকের বাড়ি চাঁচল থানার অন্তর্গত থানাপাড়া এলাকায়। আক্রান্তকারী যুবকদের নাম বুবাই মণ্ডল, ইজাজ আহমেদ,পলাশ দাস ও কার্তিক মাল্য।

    ঘটনায় আহত সাইকেল আরোহী শিব চন্দ্র দাস জানান, আমি সাইকেল নিয়ে রাস্তার এক ধার দিয়ে আসছিলাম। সেই সময় হঠাৎ গাড়িটি আমাকে সামনে থেকে ধাক্কা মারে। বার বার বাধা দেওয়ার পরেই তারা আমার কোন কথা শোনেনি। আমি কোন রকমে প্রানের বাঁচলেও আমার সাইকেলটি তাদের গাড়ির নিচে চাপা পরে দুমড়ে মুচড়ে যায়। এরপর সাইকেলটি গাড়ির নিচে থাকা অবস্থায় চালক গাড়িটি নিয়ে পালাতে চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। কিছুটা এগিয়ে গিয়ে সাইকেলের কারনে আটকে পরে গাড়িটি। এরপরেই স্থানীয়রা গাড়িটিকে আটক করে।  

    ঘটনায় আহত সাইকেল আরোহীর দাদা তন্ময় দাস জানান, বাজার থেকে আসার পথে আমার ভাই এই দুর্ঘটনার কবলে পরে। অল্পের জন্য আমার ভাই প্রানে বেঁচেছে। ওই গাড়ি চালক যুবকদের কঠোর শাস্তি চাই।

    স্থানীয়দের অভিযোগ, গাড়িতে থাকা ৪ যুবকই মদ্যপ অবস্থায় ছিল। তারা ওই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালাতে গিয়ে রাস্তায় পথ চলতি আরও বেশ কয়েকজনকে তাদের গাড়ির ধাক্কায় আহত করেছে। ওয়ান ওয়ে দিয়ে পালানোর সময় স্থানীয়রা ওই যুবকদের গাড়িটি আটক করে।  
    
    গণপ্রহারে আহত ওই যুবকরা জানান আমরা ঠিকমতো গাড়ি চালাচ্ছিলাম হঠাৎই রং সাইট থেকে এসে একটি সাইকেল আমাদের গাড়ির সামনে এসে পড়ে আমরা গাড়ি থেকে নামামাত্রই উত্তেজিত জনতা আমাদের গাড়ি ভাঙচুর করে এবং আমাদের মারধর করে আমরা কোন মদ্যপ অবস্থায় ছিলাম না।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bnYU2YLVeEY